শক্তি বাড়িয়ে ক্রমেই পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় 'দানা'। আজ মধ্যরাতে উপকূলের কাছে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। ব্যতিক্রম নয় কলকাতাও। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রশাসনের আগাম প্রস্তুতি। সকাল থেকেই বাবুঘাট সংলগ্ন গঙ্গার ঘাটগুলিতে কলকাতা রিভার পুলিশের তরফে চালানো হচ্ছে মাইকিং। পর্যটক সহ সাধারণ মানুষকে গঙ্গায় নামতে বা গভীরে গিয়ে স্নান করতে নিষেধ করা হচ্ছে। পাশাপাশি নদী তীরবর্তী এলাকা খালি করে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। দেখুন ভিডিও