আলিপুর আবহাওয়া দফতর থেকে গতকাল ঠিক যেমনটা জানানো হয়েছিল, সেমতই গতকাল রাত থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পায় শহর কলকাতায়। রাত থেকে টানা ভারী বৃষ্টির কারণে ফের জল যন্ত্রণা শুরু শহর কলকাতায়। সকাল থেকেই শহরের বেশ কিছু রাস্তাঘাট জলমগ্ন হতে দেখা গিয়েছে। সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। লালবাজার ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, উত্তর ও মধ্য কলকাতার কয়েকটি জায়গা ইতিমধ্যেই জলমগ্ন। ঠনঠনিয়া, এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ ও এমজি রোড-সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ের একাংশে জল জমতে শুরু করেছে।