কামারহাটিতে তৃণমূলের দলীয় দফতরে হামলার ঘটনায় পালটা শাসকদলের দিকেই আঙুল তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার এই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "মদন মিত্রের (Madan Mitra) চ্যালারাই গন্ডগোল করেছে। কারণ ভাগ বাঁটোয়ারা নিয়ে সর্বত্রই গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। গুলি গোলা বোম নিজেদের মধ্যেই চলছে। পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে।" দিলীপ ঘোষ আরও বলেন, "এটাই তৃণমূলের সংস্কৃতি। যারা এই ধরনের কাজ কর তারাই দলকে জেতাচ্ছে। তারাই দলকে পয়সা দিচ্ছে। কারণ রোজগারের রাস্তাতো চাই, আর তাই নিয়েই গন্ডগোল। বিজেপি সংস্কৃতি বিশ্বাস করে না।"