বাড়ছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গি নিয়ে সচেতনতা প্রচার শুরু করেছে রাজ্য সরকার। এরইমধ্যে মশারি বিলি করলেন বিধাননগর পুরনিগমের একজন ওয়ার্ড কো অর্ডিনেটর। সেই অনুষ্ঠানে যোগ দেন রাজারহাট-নিউটাটউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। রবিবার শিশু দিবস। বিশেষ দিনে মায়েদের হাতে মশারি তুলে দেওয়া হয়।