কলকাতার বিখ্যাত হাজরা পার্ক দুর্গা উৎসব। প্রতিবছরই অভিনবত্ব থাকে তাদের পুজোয়। এবারের থিম তিন চাকার গল্প। অটো চালকদের জীবনকে সম্মান জানিয়ে তাদের এই প্রচেষ্টা। অটো রিকশা হল ভারতের পাবলিক ট্রান্সপোর্টের একটি জনপ্রিয় মাধ্যম। অটো চালকদের সঙ্গে যাত্রীদের সম্পর্ক তুলে ধরা হয়েছে এই পুজো মন্ডপে।