বাংলার সংস্কৃতির অন্যতম পীঠস্থান কুমোরটুলি। একবিংশ শতকেও বাঙালির ইতিহাস, নস্টালজিয়া। কুমোরটুলি শুধু আর ঠাকুরগড়ার জায়গা নয় বরং ছবি তোলার কেন্দ্রও হয়ে উঠেছে। সেজেগুজে দূরদূরান্ত থেকে যুবক-যুবতীরা ভিড় করছেন। কেউ কেউ দেবী পার্বতী সেজেও ছবি তুলছেন। কারও আবার প্রি-ওয়েডিং শ্যুট। নিজের হবু জীবনসঙ্গীকে নিয়ে চলে এসেছেন। সকলেরই লক্ষ্য একটা পারফেক্ট ডিপি। ক্যামেরাবন্দি করা বাংলার সংস্কৃতিকে।