ভার্চুয়াল পুজো পরিক্রমা নিয়ে আজতক বাংলা পৌঁছে গেল উত্তর কলকাতার প্রসিদ্ধ পুজো মণ্ডপ কাশী বোস লেনে। সকলের মঙ্গল কামনায় এবার তাদের থিম মঙ্গল ঘট। তাদের প্যাল্ডেল ও প্রতিমায় সাবেকিয়ানার ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে শাঁখা, পলা, নোয়া, সিঁদুর কৌটোর মতো সামগ্রী। মণ্ডপের ভিতর সাবেকি প্রতিমা সোনালি সাজে সজ্জিত।