বাঙালির বারো মাসের তেরো পার্বন ঠিক কথা। তবে দুর্গোপুজো বাঙালিদের কাছে সবার সেরা যাকে বলে। যতই ব্যস্ত আমরা থাকি না কেন, পুজোর কটা দিন একটু সময় করে নিজেদের মতো করে টাইম কাটাতে কম বেশি আমরা সবাই ভালোবাসি। তবে এই যে প্যান্ডেল হপিং নিয়ে আমাদের এতো প্ল্যানিং, তা কি ভেস্তে যাবে? বৃষ্টি কি নতুন শাড়ি পাঞ্জাবি পরার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে? এই প্রশ্নগুলো এখন মাঝে মাঝেই ঘুরপাক খাচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, সাজগোজ করে ঠাকুর দেখতে হলে অষ্টমীর মধ্যেই সেরে ফেলুন। কারণ নবমী এবং দশমীতে 11 টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।