আর্থিক তছরুপের অভিযোগে কলকাতার চার জায়গায় ইডির তল্লাশি অভিযান চালায়। অভিজিৎ সেন নামের এক ব্যবসায়ীর অফিস,বাড়ি সহ মোট চার জায়গায় হানা দেয় ইডির অফিসাররা। কলকাতার যোধপুর পার্কের ১৩৩ নম্বর বাড়ি, যোধপুর পার্কের ৩৬২ নম্বর বাড়ি, সাউথ সিটি আবাসনের ২ নম্বর টাওয়ারের ৩৪জি নম্বর বাড়ি এবং ১৭ নম্বর যোধপুর পার্কের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। সূত্রে খবর, অভিজিতা কনস্ট্রাকশন নামের একটি সংস্থার মালিক অভিজিৎ সেন। ঝাড়খণ্ডের রাঁচিতে অফিস ছিল ওই ব্যক্তির। এছাড়াও কলকাতার যোধপুর পার্কে রয়েছে ব্রাঞ্চ অফিস। কয়েকশো কোটি টাকা আর্থিক তছরুপের ঘটনায় কিছুদিন আগেই এই ব্যক্তির নাম উঠে আসে ইডির তদন্তে। সেই সূত্র ধরেই কলকাতার চার জায়গায় আজ তল্লাশি অভিযান চালায় ইডি।