“যুদ্ধ নয় শান্তি চাই, সবাইকে নিয়ে এসসঙ্গে যেন থাকতে পারি।” আজ সকালে পবিত্র ঈদের নামাজের পর এই মন্তব্যই করলেন কলকাতার মেয়র তথা পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলাম আমাদের দেশে এবং পৃথিবীতে যেনো শান্তি থাকে। মুখ্যমন্ত্রী বাংলাকে যেভাবে ঐক্যের সাথে রেখেছেন, পুরো ভারতবর্ষকে যেন এরকমই রাখতে পারেন। অনেকে ভেদাভেদের চেষ্টা করছে, সেটা যেন না হয়। আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয়। আমরা সারা জীবন এভাবেই যেন থাকতে পারি।