শহরের বুকে চলছে অবৈধ কল সেন্টার। আর কেউ কিচ্ছুটা জানে না। আর ওই কল সেন্টার থেকে বিদেশে ফোন করে লোন পাইয়ে দেওয়া সহ একাধিক প্রতারণা করে যাচ্ছিল সেখানকার নাগরিকদের। কিন্তু সেই ভুয়ো কল সেন্টারের হদিস পাওয়ার পর চমকে উঠেছেন পুলিশ কর্তারা। কীভাবে প্রশাসনের নাকের ডগায় এইভাবে অবৈধ কল সেন্টার এতদিন ধরে চলছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। নিউটাউন বিডি ব্লকের একটি গেস্ট হাউসের ঘটনা। পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরে খবর আসছিল যে নিউটাউন বিডি ব্লকের একটি গেস্ট হাউসে বেশ কিছু যুবক যুবতি ভাড়া নিয়ে থাকছে। এবং তাঁদের দেখে সন্দেহজনক মনে হচ্ছে। এই খবর পেয়ে পুলিশ খোঁজ খবর শুরু করে। বুধবার রাতে ওই গেস্ট হাউসে নিউটাউন থানার পুলিশ হানা দেয়। সেখান থেকে আটক করা হয় এক তরুণী সহ মোট 26 জনকে। জিজ্ঞাসাবাদে জানতে পারে তাঁরা সেক্টর ফাইভের একটি কল সেন্টারে কাজ করে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বিদেশী নাগরিকদের সফটওয়্যার সাপোর্ট, লোন পাইয়ে দেওয়া থেকে শুরু করে নানা প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হতো ওই অফিস থেকে। এবং ওই অফিসে যারা কাজ করতো তাদের থাকার জন্য একটা গোটা গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়েছিল। তবে এই চক্রের মূল পান্ডার খোঁজে চালাচ্ছে পুলিশ।