বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে ভুরিভুরি অভিযোগ প্রতিদিনের রুটিনে পরিণীত হয়েছে। শনিবার 'টক টু মেয়র' অনুষ্ঠানে এক ব্যাক্তি ফোন করে করে বাসে অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ জানান। তাকে বাস থেকে নেমে সেই বাসের টিকিট নিয়ে স্থানীয় পুলিশ থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি অভিযোগকারীকে এফআইআর করে তার ছবি তুলে তাকে পাঠানোর আবেদনও জানান। পরে এই বিষয় নিয়ে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে তিনি জানান যে, 'পরিবহনমন্ত্রীর পক্ষে হেলিকপ্টার নিয়ে উপর থেকে ঘুরে বেড়িয়ে কারা বাসের অতিরিক্ত ভাড়া নিচ্ছে সেটা দেখা সম্ভব নয়। তাই যাত্রীদের নিজেদের এগিয়ে আসতে হবে। আর স্থানীয় থানায় গিয়ে সেই বাসের টিকিট নিয়ে অভিযোগ জানাতে হবে।'