বিশ্ব বাণিজ্য সম্মেলনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনার বাংলাকে 'সোলার বাংলা' তৈরি করার ঘোষণা শিল্পপতি তথা রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানির। তাঁর কথায়, "বাংলায় শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলায় লগ্নির পরিবেশ ভালো। মমতা মানেই বিজনেস।" পাশাপাশি, বাংলায় দ্বিগুণ বিনিয়োগের ঘোষণা করেন আম্বানি। মমতার প্রশংসায় পঞ্চমুখ হলেন মুকেশ আম্বানি। ব্যাখ্যা করলেন মমতা নামের।