রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি দিয়ে পাঠানো হল মেল। সেই মেলকে গুরুত্ব দিলেন না রাজ্যপাল। শুক্রবার সকালে বেরোলেন রাজভবনের বাইরে। চা খেলেন। বললেন, এসব মেলকে আমি গুরুত্ব দিই না। পশ্চিমবঙ্গের মানুষ পাশে আছে। আইপ্যাকে ইডি হানা নিয়ে কোনও কথা বলতে নারাজ রাজ্যপাল।