'উনি তোতলান। ভালো করে বাংলা বলতে পারিনি। উনি মাধ্যমিক পাশ ছেলে, এত বড় জায়গায় এসেছে। আমি কখনও এসব নিয়ে ওঁকে অসম্মান করিনি। ভালো করে কথা বলতে পারেন না'। দেবকে নিয়ে হিরণ ঠিক এই কথাগুলোই বলেছিলেন লোকসভা ভোটের সময়।