দোল উৎসবেই দুর্গা পুজোর প্রতিমার প্রথম বায়না করা হল। দোল উৎসবে কুমোরটুলিতে গোপাল পুজো করা হয় মহা ধুমধামের সঙ্গে। আর সেই সঙ্গে শিল্পীরা মেতে ওঠেন রং খেলায়। আর এই গোপাল উৎসবেই বাজলো দুর্গা পুজোর ঢাক। এই শুভ দিনেই দেওয়া হল প্রথম বারোয়ারি পুজোর বায়না।