ইস্টার্ন বাইপাস সংলগ্ন একটি হাসপাতাল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি (Spinal Muscular Atrophy) নামক রোগের ওষুধ বিনামূল্যে দেওয়া শুরু করল। বিরল এই রোগর ফলে রোগী হাঁটাচলা করতে পারে না। পিয়ারলেস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার সুজিত করপুরকায়স্থ জানিয়েছেন, বিরল তবে এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয় বহুল। হিসেব প্রায় কোটিতে। তাঁর দাবি পূর্ব ভারতে এই প্রথম এই বেসরকারী হাসপাতাল বিনামূল্যে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বা এসএমএ-র ওষুধ দিচ্ছে। ক্লিনিকাল হেড ডাক্তার শুভ্রজ্যোতি ভৌমিক বলেন, কিওর এসএমএ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সহায়তায় রিসডিপ্লাম ওষুধ ও লুসিনারসেন ইন্জেকশন এখনও পর্যন্ত তেরজনকে দেওয়া সম্ভব হয়েছে।