প্রতিবারের মতো এবারও রেড রোডে হতে চলেছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। রেড রোডে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ভিভিআইপি এবং দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে রেড রোড এবং সংলগ্ন এলাকা ১৪টি জনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডেপুটি কমিশনার এবং একাধিক অ্যাসিসট্যান্ট কমিশনার। লালবাজার সূত্রে খবর, নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১২০০ পুলিশকর্মী। তাঁদের পরিচালনা করবেন ছ'জন যুগ্ম পুলিশ কমিশনার। এছাড়া থাকছেন অতিরিক্ত কমিশনার এবং বিশেষ পুলিশ কমিশনার। রেড রোড চত্বরে তৈরি করা হয়েছে ৬টি ওয়াচ টাওয়ার। তিন জায়গায় বালির বস্তার বাঙ্কারে থাকবে কমান্ডো বাহিনী এবং তিনটি কুইক রেসপন্স টিম। পুলিশ সূত্রে খবর, শনিবার থেকে শহরের ১৯টি জায়গায় বসবে পুলিশ পিকেট। ২৩টি জায়গায় চলবে নাকা তল্লাশি। ২৫টি মেট্রো স্টেশনে থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী।প্রতিবারের মতো এবারও রেড রোডে হতে চলেছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। রেড রোডে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ভিভিআইপি এবং দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে রেড রোড এবং সংলগ্ন এলাকা ১৪টি জনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডেপুটি কমিশনার এবং একাধিক অ্যাসিসট্যান্ট কমিশনার। লালবাজার সূত্রে খবর, নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১২০০ পুলিশকর্মী। তাঁদের পরিচালনা করবেন ছ'জন যুগ্ম পুলিশ কমিশনার। এছাড়া থাকছেন অতিরিক্ত কমিশনার এবং বিশেষ পুলিশ কমিশনার। রেড রোড চত্বরে তৈরি করা হয়েছে ৬টি ওয়াচ টাওয়ার। তিন জায়গায় বালির বস্তার বাঙ্কারে থাকবে কমান্ডো বাহিনী এবং তিনটি কুইক রেসপন্স টিম। পুলিশ সূত্রে খবর, শনিবার থেকে শহরের ১৯টি জায়গায় বসবে পুলিশ পিকেট। ২৩টি জায়গায় চলবে নাকা তল্লাশি। ২৫টি মেট্রো স্টেশনে থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী।