মমতা-রাহুল-উদ্ভব-লালু এই নামগুলো এখন একসঙ্গে জুড়ে গেছে। সৌজন্যে নতুন অ্যালায়েন্স I.N.D.I.A। জোটের নাম ঘোষণা হওয়ার পর 26 টি দলের সুপ্রিমোদের একটাই কথা বলতে শোনা গেছে, I.N.D.I.A vs NDA। কিন্তু এই নাম নিয়েই বেজায় আপত্তি প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের। তাঁর মতো জোটের এই নাম উস্কানিমূলক। খানিকটা BJP-র সুরে সুর টেনে তিনি এই নাম নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে এই নাম নতুন বটে তবে উস্কানিমূলকও। জোট যদি ভেঙে যায়, বা জিততে না পারে, তাহলে কী হবে, সেই প্রশ্ন তিনি তুলেছেন। কারণ তখন বলা হবে ইন্ডিয়া ফেল বা ইন্ডিয়া ভেঙে গেল। কোনও রাজনৈতিক দলের নাম দেশের নামের সমার্থক হতে পারে না। কারণ দেশ সব সময়ে মানুষের থেকে বড়। শর্মিষ্ঠা হলেন দিল্লির প্রদেশ কংগ্রেসের সম্পাদক এবং মুখপাত্র। একটা সময় ছিল, যখন তিনি ভোটে একবার প্রার্থীও হয়েছিলেন। কিন্তু জয় লাভ করতে পারেননি। তারপর থেকে কংগ্রেসের সঙ্গে অনেকটাই দূরত্ব রেখে চলছেন। তাঁর এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে এবার কী তিনি শিবির পাল্টাতে চাইছেন? জল্পনা তো এও যে তিনি বোধহয় 2024-র BJP-র প্রার্থীও হতে পারেন। তবে এও জানেন তো, প্রণববাবু যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন মোদির সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। যা কংগ্রেসের অনেকের কাছেই চোখের কাটা ছিল।