পশ্চিমবঙ্গ বিজেপি-তে সমস্যা কী? ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এর দ্বিতীয় দিনে দিলীপ ঘোষ জানালেন, সবই ক্ষমতার খেলা। আমাদের প্রধানমন্ত্রী বলেন, দেশ আগে, পার্টি পরে। তারপরে ব্যক্তি। কিন্তু বাকি পার্টিতে দেখুন, ব্যক্তি, পরিবার আগে। যারা ছেড়ে যাচ্ছে, তারা ক্ষমতার লোভে এসেছিল, ক্ষমতা না পেয়ে চলে যাচ্ছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন, আমি সুকান্ত মজুমদারকে চিনতামও না। উনি সঙ্ঘ পরিবারে কাজ করতেন। যখন ওঁকে সভাপতি করা হল, আমি মনে করলাম, অধ্যাপক মানুষ, শিক্ষিত মানুষ। সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।