কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও কোনও বিষয়ে সহমত হন না?ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এর দ্বিতীয় দিনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ফেডারেল স্ট্রাকচারে ইগোর কোনও ব্যাপার নেই। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার আলোচনার ধার ধারে না। যেমন প্ল্যানিং কমিশন মোদী সরকার এসেই তুলে দেয়। আনল নীতি আয়োগ। মানে রাজ্যগুলির উপর চাপিয়ে দাও, কোনও আলোচনা নয়। জিএসটি বকেয়া রাজ্যগুলিকে ঠিক সময়ে দেওয়া হয় না। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের একটা মিটিংও আজ পর্যন্ত প্রধানমন্ত্রী করেননি। কেন্দ্র যদি বারবার এটা করে, তা হলে একজন শক্তিশালী মুখ্যমন্ত্রী দরকার।