মাঝ আকাশে যাত্রী বোঝাই প্লেনে হঠাৎই ধোঁয়া। আর সঙ্গে সঙ্গে ককপিটে বেজে উঠল স্মোক অ্যালার্ম। তারপর? তারপর আর কি? মৃত্যু ভয়ে শুরু হয়ে যায় হুলস্থূল কাণ্ড। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে যোগাযোগ করে অন্যান্য প্লেনের জায়গায় দুর্ঘটনায় পরা ওই প্লেনটিকে আগে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে ইন্ডিগো উড়ান সংস্থার একটি প্লেনে দিল্লি থেকে কলকাতার দিকে আসছিল। আসতে আসতে মাঝ আকাশে থাকাকালীন হঠাৎ প্লেনের লাগেজ হোল্ড থেকে ধোঁয়ার বেরতে শুরু করে। আর সঙ্গে সঙ্গে ককপিটে থাকা স্মোক অ্যালার্ম বেজে ওঠে। আর তাতেই প্লেনে আতঙ্ক ছায়া নেমে আসে। ততক্ষণে ভয়ে যাত্রীদের অবস্থা শোচনীয়। এরপর সঙ্গে সঙ্গে পাইলট কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করে, এবং অন্যান্য প্লেনের জায়গায় দুর্ঘটনায় পরা ওই প্লেনটিকে আগে ল্যান্ড করানোর অনুমতি চাওয়া হয়।