বাংলাদেশের উন্নয়নের ধারাকে প্রশংসা করে নাম না করে পাকিস্তান কে কটাক্ষ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। শুক্রবার কলকাতায় গার্ডেনরিচ শিফবিল্ডার্সের তৈরি আইএনএস দুনাগিরির নামে একটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করতে এসে রাজনাথ সিং বলেন "যে ভাবে বাংলাদেশ উন্নতির দিকে অগ্রসর হয়েছে, তাতে প্রতিবেশী দেশ হিসেবে ভারত খুব বেশি। বাংলাদেশ সরকার ধর্মীয় হিংসার উন্মাদনা ও কট্টরপন্থীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা, আধুনিকীকরণ, নারী ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন এইসব ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নতি করে এগিয়ে আছে অন্য প্রতিবেশী রাষ্ট্র গুলির থেকে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রেক্ষাপট যেভাবে এগিয়ে যাচ্ছে তা বিশ্বের যে কোন দেশের কাছে আদর্শ উদাহরণ হতে পারে।" ভারতীয় নৌসেনার বিশেষ রণতরী ‘আইএনএস দুনাগিরি’ তৈরি হল গার্ডেনরিচে। শুক্রবার এটিকে জলে নামাল কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়র্স লিমিটেড। এই জাহাজ কারখানায় বহু বছর ধরে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ। সেই তালিকায় নবতম সংযোজন ‘আইএনএস দুনাগিরি’। আধুনিক সমরাস্ত্রে সজ্জিত এই অত্যাধুনিক রণতরী এবার যোগ দিতে চলেছে ভারতীয় নৌবাহিনীতে। এর ওজন ৬,৬০০ টন।