হলুদ ট্যাক্সি বাঁচানোর দাবিতে ফের পথে কংগ্রেসের INTUC সেবা দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গোলাপ ফুল, গ্রিটিং কার্ড ও হলুদ ট্যাক্সি দিয়ে অভিনব প্রতিবাদ প্রদেশ কংগ্রেসের আইএনটিইউসি সেবাদলের। সংগঠনের সভাপতি প্রমোদ পান্ডের নেতৃত্বে হলুদ ট্যাক্সির মেয়াদ আরও ১০ বছর বাড়ানোর দাবি নিয়ে হাজরা মোড় থেকে কালীঘাটের উদ্দশে রওনা দেন তাঁরা। যদিও কালীঘাটে পুলিশ তাঁদের আটকে দেয়। এদিন প্রমোদ পান্ডে বলেন, 'কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি রক্ষায় এই আন্দোলন।' দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।