মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বিকল্প ফ্রন্ট কি কংগ্রেসকে বাদ দিয়ে সম্ভব? আসলে ভারতে এই ধরনের ফ্রন্টের উদাহরণ রয়েছে ভারতে। কিন্তু অতীতে সব ক্ষেত্রেই দেখা গিয়েছে, বিকল্প ফ্রন্টকে বাইরে থেকে সমর্থন জুগিয়েছে কংগ্রেস। মোদ্দা বিষয়, বিজেপি ও কংগ্রেস ছাড়া কেন্দ্রীয় সরকারের নজির এখনও নেই ভারতে। তা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিটা ঠিক কী?