যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রণক্ষেত্র! হাতাহাতিতে জড়িয়ে পড়ল এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকরা। এদিন সন্ধেবেলা ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ে ABVP-র মিছিল। এসএফআই-এর পতাকা খুলে ফেলা হয়। তখনই দুই পক্ষের কর্মী-সমর্থকরা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছয় পুলিশ।