সোমবার থেকেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পথে বেরিয়ে বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পড়ুয়াদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয় সেজন্য সতর্ক পুলিশ। রবিবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা। পরীক্ষার্থীরা যাতে কোনও বাধা ছাড়া পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেদিকে নজর রাখবে প্রশাসন। ছাত্র-ছাত্রীদের সবরকমের সাহায্য করা হবে। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাফ জানিয়ে দেন মনোজ ভার্মা।