'ভালো ইউনির্ভাসিটিতে পড়াতে পাঠিয়েছিলাম। পড়াশুনোয় খুব ভালো। অনুষ্ঠানে গান গাইতে এসেছিল। রাত ৯টায় বলেছিল, বাড়ি আসছি। সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় থেকে ফোন আসে'। বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃতার পিসি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতকস্তরের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডল। পুকুর থেকে উদ্ধার হয় তাঁর দেহ।