যোগেশচন্দ্র আইন কলেজে পুলিশি নিরাপত্তায় চলছে সরস্বতীপুজো। সকাল থেকে নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হচ্ছে কলেজে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, যোগেশচন্দ্র ডে এবং আইন কলেজের সরস্বতীপুজো হবে লালবাজারের যুগ্ম কমিশনারের (অপরাধ) নজরদারিতে ।