'নবান্ন অভিযানে আমাদের পক্ষে সেই অভিযানে থাকা সম্ভব নয়। নির্যাতিতার মা-বাবা ডাকলে যেতাম। কিন্তু বিরোধী দলনেতা ঘোষণা করলেন, নবান্ন অভিযানের ডাক দিতে বলব মা-বাবাকে। সিবিআইয়ের ভূমিকা নক্কারজনক। আমারা থাকতে পারব না নবান্ন অভিযানে'। ঘোষণা করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।