প্রাথমিকের উত্তরপত্রের OMR শিটে গরমিল রয়েছে। বদল করা হয়েছে ডিজিটাইজড কপিতেও। এই ইস্যুতে মঙ্গলবার, 19 সেপ্টেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-কে তীব্র ভৎর্সনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি এদিন তদন্তকারীদের কাছে কেস ডায়েরি চান। একইসঙ্গে কীভাবে OMR শিট ডিজিটালাইজেশন হয় এ সম্পর্কে রিপোর্ট চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবষিয়ে নিশ্চত হতে এজলাসে ডেকে পাঠানো হয় হাই কোর্টের জয়েন্ট রেজিস্ট্রার (তথ্যপ্রযুক্তি) কল্লোল চট্টোপাধ্যায়কে।