প্রতীক্ষার অবসান। পূর্ব ঘোষণা মতো আজ কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এর দৈর্ঘ্য ৪৩৫ মিটার। প্রস্থ ১০.৫ মিটার। এসকেলটর ২ টো, লিফট ও সিঁড়ি ৩ টে। মূল প্রবেশদ্বার করা হয়েছে কালীঘাট রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ও হাজরা রোড থেকে। পরে মুখ্যমন্ত্রী এই স্কাইওয়াক হেঁটে দেখেন।