এলাকার ৭০ টি বাড়িতে দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডারগুলি থেকে যে টাকা সংগ্রহ হবে সেটাই হবে নবপল্লীর পুজোর বাজেট। খুঁটিপুজোর দিন সেই লক্ষ্ণীর ভাণ্ডারগুলি একে একে জড়ো করা হল। প্রত্যেকটা ভাণ্ডার ভেঙে ফেলে শুরু হল গোণা। একদিকে চলছে খুঁটিপুজোর আয়োজন অন্যদিকে লাল পাড় সাদা শাড়ি পড়ে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে চলে টাকা গোণা।