মত্ত তরুণীকে সামলে, নিরাপদে তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে শিরোনামে উঠে এলেন কলকাতার এক ক্যাব চালক। 'কাকু, আমি খুব ড্রাঙ্ক... প্লিজ হেল্প মি...।' গাড়িতে উঠে এ কথাই বলে চলেছিলেন এক মত্ত তরুণী। এরপর অ্যাব ক্যাব চালক যা করলেন, ভাইরাল হলেন মুহূর্তেই। ট্যাক্সিতে যা যা ঘটেছে, একটি ভিডিও করা হয়েছে। তবে কোনও ভাবেই ওই তরুণীর মুখ এবং পরিচয় প্রকাশিত হয়নি। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, পিছনের আসনে বসা ওই তরুণী বলছেন, 'কাকু, আমি খুব ড্রাঙ্ক... প্লিজ হেল্প মি।' এরপরই মুন্না আজিজ তাঁকে সামলাতে শুরু করেন। তাঁকে আশ্বস্ত করে বলেন, 'হ্যাঁ বেটা তুমি সত্যিই খুব ড্রাঙ্ক। তবে চিন্তা করো না। আমি তোমাকে ঠিক তোমার বাড়ি পৌঁছে দেব।' জানা গিয়েছে, মুন্না আজিজ একজন প্রাথমিক শিক্ষক পদের চাকরিপ্রার্থী। এখনও চাকরি না পাওয়ায় অ্যাপ ক্যাব চালান তিনি।