রবিবার কলকাতা পুরসভার ভোট। আর তার আগেই আজ সকাল থেকেই শহর জুড়ে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং। ভোটের আগে বহিরাগত প্রবেশ এবং অনৈতিক কাজ কর্ম রুখতে কলকাতার প্রতিটি প্রবেশদ্বার এবং মেন রাস্তাগুলিতে চলছে পুলিশের তল্লাশি। সেই ছবিই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। একদিকে কলকাতার প্রধান প্রবেশপথ হাওড়া ব্রিজে কলকাতা পুলিশ এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যৌথভাবে চলছে নাকা চেকিং। অপরদিকে দেখা গেল নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে গড়িয়ার ঢালাই ব্রিজ ও শীতলা মন্দির এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। কাল রাত থেকেই তৎপরতার সঙ্গে চলছে চেকিং। প্রতিটি বাইক এবং গাড়ি থামিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।