শুরু হল কলকাতা বইমেলা। ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের সেন্ট্রাল পার্কের মিলন মেলা প্রাঙ্গণে বইমেলা উদ্বোধন করেন তিনি। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা বইমেলা। এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি। বইমেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন জার্মানির রাষ্ট্রদূত। এবারের বইমেলার প্রধান গেট হয়েছে ঋত্বিক ঘটক-সলিল চৌধুরীর নামে। এই প্রথম কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ প্যাভেলিয়ন।