কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদ ঘনিষ্টদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার সেই কলেজে ভর্তি করানোর নামে টাকার দাবির অভিযোগ তুলে সরাসরি তৃণমূল বিধায়ক তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক দেবকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার হুল দিবসের এক অনুষ্ঠানে শুভেন্দুকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ওই কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নামে পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া হত কি না। এর উত্তরে শুভেন্দু বলেন, 'অশোক দেবকে জিজ্ঞেস করুন। উনি সব বলতে পারবেন। তৃণমূলে তো এখন একটা পায়খানার ঘর পেতেও টাকা দিতে হয়।'