কলকাতা তো বটেই, কলকাতা সংলগ্ন শহরতলিতে এই প্রাণান্তকর গরমেও হচ্ছে লোডশেডিং। দিনভর ঝলসানো গরমে এমনিতেই নাজেহাল অবস্থা শহরবাসীর। শহরের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ। রাজ্যের বিদুৎ দফতর এবং সিএসসিই সূত্রে খবর, বাড়ির বিদ্যুৎ সংযোগের ক্ষমতা না বাড়িয়েই নতুন এসির সংযোগ নিচ্ছে বহু মানুষ। যেকারণে বিদ্যুৎ সরবরাহে চাপ বাড়ছে।