রাত হলেই মেট্রোর সময়ের কোনো ঠিক থাকে না। আর তাতে করে বাড়ি ফেরাটা চিন্তার হয়ে দাঁড়ায়। সম্প্রতি এই অভিযোগ শহরে হু হু করে বাড়ছে। তারই মধ্যে রাতে 1 ঘন্টা মেট্রোর সময় বাড়ানোর দাবি উঠছে দিকে দিকে। ইতিমধ্যেই অনলাইন পিটিশন শুরু হয়ে গিয়েছে। আচমকা মেট্রো বাতিল এখন কার্যত গা সওয়া হয়ে গেছে নিত্যযাত্রীদের। অভিযোগ, কোনওরকম ঘোষণা করা হচ্ছে না। স্রেফ স্টেশনের ডিজিটাল বোর্ডে মেট্রো আসার সময় পালটে গিয়েছে। যারা দমদম বা টালিগঞ্জ থেকে ট্রেন ধরবেন বলে ঠিক করছেন, তাঁরা সময় মতো ট্রেন ধরতে পারছেন না। পরের ট্রেনের জন্য প্রায় 50 মিনিট অপেক্ষা করতে হচ্ছে। রাতের দিকে হামেশাই এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীদের একাংশ।