রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে ভিড় কমছে না পর্যটকদের। রবিবারের সকালে ইকোপার্কে ভিড় দেখা গেল। অনেকে মাস্ক পরেছিলেন ঠিকই তবে বিপরীত ছবিও ধরা পড়েছে। রবিবাসরীয় ECO পার্কের ছবিটা কেমন ছিল? আসুন দেখি।