ফেসবুকে গত কয়েকদিন হল এক প্রবীণকে ভাইরাল হতে দেখা গেছে। বেহালা হাতে তিনি সুর তুলেছেন। আর সেই সুরের মাদকতায় থমকে দাঁড়াচ্ছেন পথচলতি মানুষ। লকডাউন মানুষের জীবনের শুরু কেড়ে নিলেও, এই লকডাউনে বসে বসেই একমনে সুর বেঁধে চলেছেন এই প্রবীণ। নানান হিন্দি গানের করুণ সুরে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। না এটা আমাদের তৈরি করা গল্প নয়, ভগবানের তৈরি করা ভগবানের গল্প। মালদার ভগবান মালী, লকডাউনে মেয়ের বাড়ি এসে আটকে পড়েছেন এই শহরে। এখন তার আশ্রয়স্থল পোস্তা ব্রিজের নিচ। তাঁর হাতের ছোঁয়ায় একের পর এক সুর মূর্ছিত করেছিল উত্তর কলকাতার অলিগলি। এখানেই শেষ নয় তার সুরের টানে ছুটে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তীর মতো মানুষেরাও। তাঁকেই এবার সম্মান জানালো কলকাতা পুলিশ। সম্প্রতি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সংবর্ধিত করা হয়েছে ওঁকে। আর লালবাজারে ভগবানবাবুর হাতে নতুন বেহালা তুলে দিলেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র। সেই সুরেই এখন মজে রয়েছেন ভগবান।