পুজোর আগের কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু করেছে কলকাতা পুলিশ। সে মতোই আজ বেহালা নূতন দলের পুজোমণ্ডপ পরিদর্শনে এলেন জয়েন্ট সিপি মিরাজ খলিদ ও কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকরা। নিরাপত্তা ব্যবস্থা এবং পূজোমণ্ডপের দর্শনার্থীদের ঢোকা ও বেরোনো নিয়ে কমিটির সঙ্গে কথা বলেন তাঁরা। পাশাপাশি অগ্নি নির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখেন। ৬০ তম বছরে বেহালা নূতন দলের ভাবনা 'শিবানী ধাম'। সঙ্গে থাকবে বুন্দেলখন্ডের ছোঁয়া। বাঁশ, পাইপ, গ্লাস ফাইবার দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়েন্ট সিপি মিরাজ খলিল বলেন, 'আশা করছি প্রতিবারের মতো এবারও ক্রাউড ম্যানেজমেন্ট ভালো হবে। তবে যেখানে যেখানে নতুন মেট্রো চালু হয়েছে সেখানে ভিড় বাড়তে। পারে তাই সেখানে একটু বেশি আসার চেষ্টা করব এবং সেভাবে ব্যবস্থা করব।'