প্রজাতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজে দেখা মিলল রোবট কুকুরের। পোশাকি না-মাল্টি ইউটিলিটি লেগ্ড ইকুইপমেন্ট। সংক্ষেপে মিউল। এই রোবট দেখতে কুকুরের মতো। রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ করা যায়। বোমা নিষ্ক্রিয় থেকে তল্লাশি অভিযানে দক্ষ এই চতুষ্পদ রোবট।