'এটা হাসজারু ব্রিগেড। ডেকেছে বামেরা। যাচ্ছে বিজেপির ভোটাররা'। বাম ব্রিগেড নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন,'কিছু লোক আনা কঠিন ব্যাপার নয়। দিনের শেষে এরা পাড়ায় ফিরে বিজেপিকে ভোট দিয়েছে। বামেদের ভোটের হার কমেছে। বিজেপি খানিকটা বেড়েছে। এই লোকগুলো বিজেপিকে ভোট দেবে'।