'বহুত্ববাদ শব্দটা বিরোধী দলনেতাকে দিয়ে উচ্চারণ করে দেখান শমীক ভট্টাচার্য। ড্যামেজ কন্ট্রোলের জন্য বলছেন। আমাদের এসব জ্ঞান দেবেন না। শান্তির জল দু'ফোঁটা দিয়ে বিরোধী দলনেতার মুখ দিয়ে এটা উচ্চারণ করে দেখান'। শমীকের বহুত্ববাদ মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।