'শমীকের জন্য় চিন্তা হচ্ছে, ওঁর তৃণমূল নিয়ে ভাবার সময়ই হবে না'। আগামী বিজেপি সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের নাম জোরালো হতেই প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শমীকের প্রশংসা করেই কুণাল বলেন,'ওঁর সমস্যা অন্য জায়গায়। দলে অতৃপ্ত আত্মা আছে। সভাপতি হয়েছেন। ও বেচারাকে তো একদিকে শুভেন্দুবাবু, মিসেস পাল, একদিকে দিলীপবাবু, আর একদিকে সুকান্তবাবু'। অর্থাৎ বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করেছেন কুণাল।