শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ায় দিলীপ ঘোষের সুবিধে হয়েছে। এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন,'দিলীপ ঘোষকে সুকান্ত-শুভেন্দুরা কোণঠাসা করছিল। যাঁরা দলবদল করে বিজেপিতে এসেছিলেন, তাঁরাই দলকে হাইজ্যাক করছিলেন। এখন শমীক ভট্টাচার্য সভাপতি হয়েছেন। দিলীপবাবু দেখিয়ে দিলেন সুকান্ত মজুমদারকে, তুমি আমার কিচ্ছু করতে পারলে না। আমি আবার ফিরে এলাম।'