'সিপিএম তৈরি করেছিল। ডিটেলটা সিপিএম বলতে পারবে'। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়,'সীমান্ত দিয়ে যখন এরা ঢুকছিল, বিএসএফ কী করছিল'।