নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। এবার নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গেও কি কড়া ব্যবস্থা নিতে চলেছে দল? তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের মন্তব্যে এবার সেই জল্পনাই ঘুরপাক খেতে শুরু করেছে রাজনৈতিক মহলে। সম্প্রতি 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি চালু করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল ভবনে সেই কর্মসূচিরই মিউজিক ভিডিও উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, সায়নি ঘোষ , তৃণাঙ্কুর ভট্টাচার্যের মতো তৃণমূলের যুব নেতা নেত্রীরা। অনুষ্ঠানে ধৃত যুব নেতা কুন্তল ঘোষ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সায়নী বলেন, "ও আমাদের যুব কমিটিতে রয়েছে। উনি হুগলির নেতা।