রামকৃষ্ণ মিশনের সান্নিধ্যে কীভাবে এসেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রশ্নের উত্তরে বললেন, 'আমাদের বাড়িতে সাগরমেলার পর অনেক সাধুরা আসতেন, মাকে ওই সাধুদের থেকে পঞ্চমুখী শাঁখ কিনতে দেখেছি। আর প্রতিমাসে ভারত সেবাশ্রম সংঘের দুজন সাধু আসতেন, তখন দেখেছি, মা তাঁদেরকে আলাদা পাথরের বাসনে খেতে দিতেন। বোধ হয় ওঁরা মাসে মাসে কিছু পয়সাকড়ি সংগ্রহ করে নিয়ে যেতেন। এছাড়া পরবর্তীকালে, মন গড়ে ওঠার পর, স্বামী লোকেশ্বরানন্দের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আমাকে খুব ভালোবাসতেন।'